ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, সেটা সেভাবেই হবে। সেই প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। এ সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না দেওয়া পর্যন্ত যার যা কাজ করে যাবে। ক্যাবিনেট মিটিংয়ে তাই সিদ্ধান্ত হবে। গতকাল রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এতে রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক মো. রুহুল আমীন, রাঙামাটি কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান ও রাঙামাটি সিভিল সার্জন নুয়েন খীসা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের বিষয়ে নীতিনির্ধারক পর্যায়ে কিছু পরিবর্তন করা হবে। বিগত সময়ে যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, রাঙামাটি কাপ্তাই হ্রদ একটু খনন কারতে পারবে না, এমন কোনো পরিস্থিতি ছিল না। যদি কাপ্তাই হ্রদ খনন করার মতো পরিস্থিতি না থাকে, তাহলে বুঝতে হবে, দেশ কতটা খারাপ অবস্থায় ছিল। মানুষের বেঁচে থাকার মতো কোনো অবস্থা ছিল না।