যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে ১১ ‘মাদকসন্ত্রাসীকে’ হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র : এএফপি
ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে থাকা একটি মাদক চক্রের সদস্য ছিলেন তারা। ট্রাম্প অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি স্পিডবোট বা দ্রুতগামী নৌকায় বেশ কয়েকজন লোক ছিল। ওই ভিডিওতে নৌকাটি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যেতে দেখা যায়।
প্রাপ্ত খবর অনুযায়ী, ট্রাম্প প্রথমে হোয়াইট হাউসে ঘোষণা করেছিলেন মার্কিন বাহিনী ‘একটি মাদক বহনকারী নৌকা’ গুলি করে ধ্বংস করেছে।