রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলের কক্ষে ঘুমন্ত অবস্থায় সানি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা দুই সহকর্মী কামাল ও নয়ন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল সূত্র জানায়, সানি ও অসুস্থ কামাল এবং নয়ন তিনজনই শুটিংয়ের কাজে যুক্ত ছিলেন। তারা বেগুনবাড়ী আজিমের হোটেলের নিচ তলায় একটি কক্ষে থাকতেন। গতকাল সকাল ৯টায় সহকর্মীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা তাদের আরেক সহকর্মী মিলন বলেন, রাতে তারা তিনজন একসঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে কেউ উঠছিলেন না। আমরা গিয়ে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে এলে সানিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়দের ধারণা, কক্ষটি ছিল বদ্ধ। এর ভিতরে কোনোভাবে গ্যাস জমে শ্বাসরোধ হয়ে এমনটি হতে পারে। সানির বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।