ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা (রোডম্যাপ) নিয়ে গতকাল তিন ঘণ্টা বৈঠক করেছেন চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র কর্মকর্তারা। বৈঠকে কর্মপরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রবিবার রোডম্যাপ চূড়ান্ত হতে পারে।
গতকাল বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক শুরু হয়। বিরতি দিয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ বৈঠকে ছিলেন না। ইসি সচিব জাপানে রয়েছেন। এর আগে নির্বাচন কমিশন সচিব একাধিকবার বৃহস্পতিবারের (গতকাল) মধ্যে রোডম্যাপ ঘোষণা করার কথা বলেছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ রবিবার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। গতকাল বিকাল ৫টার দিকে বৈঠকের বিরতির সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোডম্যাপ নিয়ে রবিবার ব্রিফিং হতে পারে।
ইসির কাজের সার্বিক অগ্রগতি : প্রায় ৪৬ লাখ বাদ পড়া ভোটারের হালনাগাদের খসড়া প্রকাশ। চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট; আর সম্পূরক তালিকা অক্টোবরে। বাছাই শেষে বাদ ১২১টি আবেদন, টিকে গেছে ২২টি দল। এসব দলের কার্যকারিতা মাঠ পর্যায়ে তদন্ত চলছে। ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছে ইসি। ১০ আগস্টের মধ্যে ৮২টি আসনে ১ হাজার ৭৬০টি দাবি আপত্তি আবেদন জমা পড়ে। শুনানি চলবে ২৪-২৭ আগস্ট পর্যন্ত। তারপর চূড়ান্ত গেজেট প্রকাশ।