রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে গতকাল দুপুরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা পাঁচটি ইউনিটের সহযোগিতায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস বলছে, বস্তির পাকা ও সেমিপাকা ৬০-৭০টি ঘর পুড়ে গেছে। এর আগে ১২ মার্চ ভোরে এ
বস্তিতে ভয়াবহ আগুনে শতাধিক ঘর পুড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান জানান, বেলা ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে তিনটি এবং কুর্মিটোলা স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৪টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা। তবে প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। বস্তিতে পাঁচ-ছয় জন মালিকের ৬০-৭০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।