রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছেলে মেজবাহ উদ্দিনের (২৮) মৃত্যু হয়েছে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এ ঘটনা ঘটে। অন্য দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধ মোসলেমের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, ‘আমাদের দোতলার বাসার পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো আছে। রাতে বৃষ্টি হওয়ায় বারবার ট্রান্সফরমার স্পার্ক করছিল। একপর্যায়ে তাতে আগুন লেগে দ্রুত বাসায় ছড়িয়ে পড়ে। এতে বাবা-মা ও ভাই দগ্ধ হন।’ বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ জানিয়েছেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।