স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যে-ই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে। সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য প্রকাশ করুন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়। মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না। থানা পরিদর্শনের পর উপদেষ্টা রায়েরবাজার কবরস্থানে যান। সেখানে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তকরণের পর শহীদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবেন। তিনি এ সময় জানান, রায়েরবাজার গণকবরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের লাশ সমাহিত করা হয়েছে। জুলাই শহীদদের গণকবর নির্মাণ কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি? দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না। এই যে শহীদের কবর দেখলেন, সেখানেও ইটের মান ভালো দিচ্ছে না। উপদেষ্টা এ সময় সেখানে উপস্থিত গণপূর্তের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্নমানের ইট পরিবর্তন করে ভালোমানের ইট সরবরাহসহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। গণকবরের লাশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গণকবরের লাশগুলোর যেহেতু ডিএনএ টেস্ট করা হবে, সেহেতু লাশগুলোর ময়নাতদন্ত হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে, যেখানে ডাক্তাররাও থাকবেন। কমিটির সদস্যরা বিস্তারিত বলতে পারবেন এটা কোন প্রক্রিয়ায় হবে। ময়নাতদন্ত না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে তো অনেকেই শহীদ হয়েছেন। অনেক মামলা কিন্তু বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে। এ মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা হবে। উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।