জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় নয়জন নিহত হয়েছেন। গণপিটুনিতে মৃত্যু হয়েছে ১৬ জনের। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এমএসএফ বিজ্ঞপ্তিতে জানায়, জুলাইয়ে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৪৮টি। আহত হয়েছেন ৫৯৩ জন। প্রাণ হারিয়েছেন ৯ জন। এর আগের মাস জুনে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে ৪৫টি। প্রাণ হারান আটজন। আহত হন ৪৩০ জন। জুলাইয়ে গণপিটুনির ঘটনা ঘটে ৫১টি। প্রাণ হারিয়েছেন ১৬ জন। আহত হন ৫৩ জন। এমএসএফের তথ্য অনুযায়ী, জুলাইয়ে সীমান্তে ৯ ও কারা হেফাজতে ১০ জন নিহত হয়েছেন। জুনে কারা হেফাজতে মারা যান পাঁচজন। গণপিটুনির ঘটনা ঘটে ৪১টি। নিহত হন ১০ জন। জুলাইয়ে অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গেছে ৫১ জনের। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৫২টি। ধর্ষণের ঘটনা ৫৬। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ১৮ এবং ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে সাতটি।
এমএসএফ তাদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া ট্র্যাজেডির পর পরিস্থিতি সামাল ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা ছিল বলে অভিযোগ করেছে। স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।