বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় তিনি ফোন করেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান জানান, তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরকে ফোন করে তাঁর স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। কথোপকথন শেষে তিনি নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান। ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করলে নুরুল হক নুর, তাঁর দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে ১৭ দিন পর বাসায় ফেরেন নুর। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।