প্রতিবেশী দুই বন্ধু দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে হঠাৎ করেই প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। গতকাল ভোরে এ যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দুই দেশেরই সামরিক বাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। কম্বোডিয়া রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে থাইল্যান্ড অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ ব্যবহার করেছে। যুদ্ধে সেনাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে খবরে বলা হয়। এ ছাড়া কম্বোডিয়ার দুটি সেনাঘাঁটিও ধ্বংস হয়েছে। সীমান্তের আতঙ্কিত বাসিন্দারা বাংকারে আশ্রয় নিয়েছে। বিবিসি, আলজাজিরা, রয়টার্স কম্বোডিয়া দাবি করেছে, স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে ৬টার দিকে থাইল্যান্ডের সেনারা প্রথম হামলা করে। ওই সময় তারা পূর্বচুক্তি লঙ্ঘন করে বিরোধপূর্ণ সীমান্তের খামের-হিন্দু মন্দির ‘তা মোয়ান থোমের’ দিকে অগ্রসর হয়। তাদের ঘাঁটির চারপাশে তারকাঁটার বেড়া দেওয়া শুরু করে। সকাল ৭টার পর থাই সেনারা সীমান্তে একটি ড্রোন মোতায়েন করে এবং সাড়ে ৮টার দিকে ‘ওপরের দিকে ফাঁকা গুলি ছুড়তে’ শুরু করে। ৮টা ৪৬ মিনিটের দিকে থাই সেনারা ‘আগ বাড়িয়ে’ কম্বোডীয় সেনাদের ওপর গুলি ছুড়তে শুরু করে বলে সরকারের মুখপাত্র মালি সওচেতা দাবি করেছেন। তিনি জানান, থাই সেনারা বিনা উসকানিতে আক্রমণ করার পর কম্বোডিয়ার সেনারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়েছে। তিনি অভিযোগ করেন, থাইল্যান্ড সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। তারা ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে এবং কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে থাইল্যান্ড বলেছে, থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে কম্বোডিয়া। কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা দিনে সীমান্তে সংঘাত অব্যাহত থাকে।
যুদ্ধে এফ-১৬ : এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত হেনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ার ভিতরে ঢুকে গোলাবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সমাজমাধ্যমে বিবৃতিতে থাই বাহিনী বলেছে, কম্বোডিয়ার ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।
বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস : থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার মাঝে দেশ দুটিতে বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয় দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বা সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে +৬৬৮১৮৭০৮৪৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।