মক্তবের এক শিশুকে যৌন নিপীড়নের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে মৌলভী শরীফ উদ্দিন নামে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করা হয়। মৌলভী শরীফ উদ্দিন কানাইঘাট উপজেলার সিঙ্গারীপাড়ের বাসিন্দা।
আটকের পর শরীফ উদ্দিন পুলিশকে জানিয়েছেন, ভিডিওটি ২০২২ সালের। তিনি মক্তবের এক মেয়ে শিশুকে যৌন হয়রানি করেন এবং আপত্তিকর ভিডিওটি নিজেই ধারণ করেছিলেন। তিনি জানান, ওই সময় তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তিনি মক্তবে শিশুদের আরবি শিক্ষা দিতেন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শরীফ উদ্দিন মক্তবের শিশুটিকে তার রুমে নিয়ে নিপীড়ন করছেন। বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হলে বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আটক করে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, ভিডিও ভাইরালের পর থেকেই শরীফ উদ্দিন পলাতক ছিলেন। বুধবার রাতে তার গ্রামের বাড়ি সিঙ্গারীপাড়ায় অভিযান চালানো হলে তাকে পাওয়া যায়নি। পরে ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় তাকে তাজপুর এলাকা থেকে আটক করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল