জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এ ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বারবার দিতে না হয়। কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না। গতকাল সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা ও আলেখারচর এলাকায় পথসভা করেন। অন্যদিকে ফেনী শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে।
কুমিল্লায় পথসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানীংকালে রাজনীতির নামে যে অপকর্ম আর লুটপাট আমরা লক্ষ করছি, সংশ্লিষ্ট দলগুলোকে বলব সাবধান হোন। নিজেদের সামলান। না হলে জনগণই আপনাদের সামলে দেবে ইনশাআল্লাহ। আপনারা আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন। তিনি বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। পদুয়ার বাজারের পথসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শুরা সদস্য জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ।
ফেনীতে রুকন সম্মেলন : ফেনী শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আমরা সাড়ে ১৫ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তারা আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। দীন কায়েমের কাজ যত বেগবান হবে কায়েমি স্বার্থের বাধাও জোরদার হবে। মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা এগিয়ে যাব। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যৌক্তিক কারণে আমরা চাই। যারা বিরোধিতা করছে তারা কেন বিরোধিতা করছে আমরা জানি না। তিনি বলেন, যারা দেশকে ধ্বংস করেছে তারা কোনোভাবেই নির্বাচনে আসার সুযোগ পাবে না। আনুষ্ঠানিকতা ও লৌকিকতা ইসলামে নেই। ফলে জামায়াতেও নেই। মানুষ কল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন। এ দেশের যুব সমাজের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার ঐক্য সৃষ্টি হয়েছে। আমরা যুব সমাজের সৎ কাজে তাদের পাশে থাকতে ওয়াদাবদ্ধ।
ফেনীতে দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন শুরু হয়। সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনের সভাপতি দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম ও মুহাম্মদ শাহজাহান।