ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ-জীবননগর সড়কের পৌঁছালে তুষার সিরামিকসের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে ওঠে যায়। এ সময় গোল্ডেন পরিবহনের বাস ও ট্রাকের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ট্রাকের চালক, হেলপার ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহত ট্রাকচালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ