রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। ১৯ আগস্ট মধ্যরাতে জরুরি বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে ২০ আগস্ট শুরু হওয়া রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়। মধ্যরাতে হঠাৎ এমন স্থগিতাদেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কোনো কারণ উল্লেখ না করে এমন স্থগিতাদেশ উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবিরসহ অনেক সংগঠন।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ড. আমজাদ হোসেন বলেন, ‘কোটা নিয়ে কর্মবিরতি থাকায় একটু সমস্যা হয়েছে। তবে দ্রুতই মনোনয়নপত্র বিতরণের নতুন দিনক্ষণ ঠিক করতে কাজ চলছে।’ মনোনয়নপত্র বিতরণ স্থগিতের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মধ্যরাতে কোনো কারণ উল্লেখ না করে এমন স্থগিতাদেশ উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ জানায় তারা। অবিলম্বে তফসিল অনুসারে রাকসু নির্বাচনের দাবিও জানানো হয়।
পদপ্রত্যাশী সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘এটা পোষ্য কোটার কারণেই। তবে আবারও বলছি-জীবন দেব, জুলাই দেব না। ইনসাফের পক্ষে লড়াই চলবে। কোটা ফিরে আসবে না। রাকসু আদায় করেই ছাড়ব।’
এর আগে ১৯ আগস্ট পোষ্য কোটার দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তারা। জরুরি বিষয় ছাড়া দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, ‘নির্ধারিত সময়েই নির্বাচন হবে। আগামী রবিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।’