ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মানির সাবেক শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ১৫ বছর আওয়ামী লীগ যে নৃশংস অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোনো সুযোগ নেই। এটা দগদগে ঘায়ের মতো এমনভাবে খোঁচায়, যা স্মৃতিতে আসবেই। শেখ হাসিনা ছিল একজন কুৎসিত স্বৈরাচার, যে হিটলারকেও হার মানিয়েছিল। গতকাল রাজধানী ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদের সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মান্না বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করতে চাইলে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ আর কখনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না। জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যা আরও বহুদিন মশালের মতো জ্বলবে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের কার্যকলাপে অসংলগ্ন দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণরাও দল করেছে, কিন্তু তারা এখনো সবার কাছে যেতে পারেনি। এনসিপির মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে। তাদের কথা ও কাজে আরও ঐক্যবদ্ধ ও পরিণত হতে হবে। আগামীতে যারাই সরকার গঠন করবে তাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই দেশ পরিচালনা করতে হবে। প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক কাজী জেবেল জাকির হোসেন লিটন ও সাইদুর রহমান।
শিরোনাম
- চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
- মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫
- অনলাইনে কিংবা অফলাইনে নিরাপদ থাকুন সবসময়
- এআইইউবি ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের মধ্যে সমঝোতা
- বিজ্ঞাপন শিল্প নিয়ে এএএবি’র নেটওয়ার্কিং হাবে ইয়াসির আজমান
- ঘরে বসেই তৈরি করুন ‘ফার্স্ট এইড বক্স’
- ৬ লাশ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হতে চান এক পুলিশ সদস্য
- মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৪ অভিবাসী আটক
- ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব
- দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা : ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ
- সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
- ত্বক-চুলের যত্নে নিমপাতা
- নারায়ণগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ
- ১২ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- দায়িত্বে অবহেলায় কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষক
- বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহবুব আনাম
- রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার