জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চত্বরে আলোচনা সভা ও বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী- ৪ (সদর সুবর্ণচর) আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট শাহিনুর সাগর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ ও ও অ্যাডভোকেট দিদার। অনুষ্ঠানে তারা বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে এক বিশাল শোভাযাত্রা বের হয়। এতে সুবর্ণচর উপজেলার সর্বস্তরে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ