জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ছিলাম। সেইভাবে ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশে পরিবর্তনের ধারা সূচনা করা সম্ভব। ৫৩ বছর ধরে মানুষের আকাঙ্ক্ষা এবং ১৬ বছর ধরে সংগ্রাম। যে সংগ্রামে প্রচুর মানুষ প্রাণ দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন।’ গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে ভাসানী জনশক্তি পার্টির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ জায়গা বলে বিবেচনা করবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ যে প্রতিরোধ রচনা করেছন, প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে-যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের তরুণ ও নাগরিকদের এভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। আমরা সবাই মিলে সেই চেষ্টা করছি। আশা করি রাজনৈতিক দল ও শক্তিগুলো এক জায়গায় আসতে পারব।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি রাজনৈতিক দল ও শক্তির লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যেন এমন পরিস্থিতি তৈরি করতে পারি, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো সুরক্ষিত করবে।’