বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশকে হেয় করতেই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেছে ভারতীয় গণমাধ্যম। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলায় বেশির ভাগ ক্ষেত্রেই আওয়ামী নেতা-কর্মীরা জড়িত। কিন্তু তারা এর দায়ভার বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ওয়ান-ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবারও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে এর মাধ্যমে মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি তিন দিনের সফরে ভারত গিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা প্রশ্নের জবাব দেন।