আত্মপ্রকাশের পর বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বয়স এখন দুই সপ্তাহ। ভোটের মাঠের রাজনীতিতে দলটির সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ। তবে নবগঠিত দলটিকে সর্ব প্রথম পেরোতে হবে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন-ইসির নিবন্ধনের শর্ত পূরণের চ্যালেঞ্জ। ইসির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী দল হিসেবে নিবন্ধন পেতে হলে আবেদন করতে হবে আগামী ২০ এপ্রিলের মধ্যে। দলীয় সূত্র জানায়, চলতি রমজানের মধ্যেই শর্ত পূরণের সব প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট রয়েছে এনসিপির। আত্মপ্রকাশের পর গত ৪ মার্চ প্রথম দলীয় কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রথম লক্ষ্য হচ্ছে কেন্দ্রীয় ও তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। নিবন্ধন নিতে যে শর্তাবলী পূরণ করা প্রয়োজন, সেগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধনের দিকে এগোব। এ মাসের মধ্যে গঠনতন্ত্রের কাজ শুরু করব। দলের যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিবন্ধনের জন্য বিদ্যমান শর্তাবলী পূরণের সক্ষমতা আমাদের রয়েছে। তবে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ফ্যাসিস্ট সরকারের আমলে করা ইসির যে কঠিন শর্তাবলী রয়েছে দল হিসেবে আমরা সেগুলো বাতিল চাই। আমরা নিবন্ধন প্রথা বাতিল চাই। এসব কালো আইন রাজনৈতিক দল গঠনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০ (ক) ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে। এনসিপির জন্য প্রথম দুটি শর্ত পূরণ সম্ভব নয়। শর্ত দুটি হলো- স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়; সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন, সেসব আসনে মোট ভোটের ৫ শতাংশ অর্জন। এনসিপিকে পূরণ করতে হবে তৃতীয় শর্তটি। এই শর্তের আওতায় দলের কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় জেলা অফিস থাকতে হবে। আর অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকবে। তবে অন্তর্বর্তী সরকার গঠিত ‘নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন’ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কিছু শর্ত শিথিলের প্রস্তাব করেছে। তাদের প্রস্তাব হলো- নিবন্ধন পেতে ১০ শতাংশ জেলা ও ৫ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস এবং দলটির কমপক্ষে ৫ হাজার সদস্য থাকতে হবে। দলীয় সূত্র জানায়, এনসিপির ২১৬ সদস্যবিশিষ্ট ও এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি রয়েছে। কমিটিতে জাতীয় নাগরিক কমিটি-জানাক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান সংখ্যক নেতা রয়েছেন। সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও থানায় জানাকের সাড়ে ৪ শতাধিক কমিটি রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে ১২০টির বেশি। নিবন্ধনের শর্ত পূরণে তৃণমূল পর্যায়ে গঠিত হওয়া জানাকের এই কমিটিগুলোকে এনসিপির দলীয় কমিটিতে রূপান্তর করা হবে। দলের জন্য রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয় খোঁজা হচ্ছে। দলীয় প্রতীক, মূলনীতি, স্লোগানসহ গঠনতন্ত্র প্রণয়নে বিশেষ টিম গঠনের কথা জানিয়েছেন দলটির নেতারা। এ টিমের কাজ হবে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করবে।
শিরোনাম
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
ঈদের আগেই নিবন্ধন প্রস্তুতি
এনসিপি গঠনতন্ত্র প্রণয়নে হচ্ছে বিশেষ টিম
শরিফুল ইসলাম সীমান্ত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর