যুক্তরাষ্ট্রের দুটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণছাঁটাইয়ের বিরুদ্ধে আদেশ দিয়ে ৫০ হাজারের অধিক শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহাল করতে বলেছেন। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের দুই আদালতের আদেশ অনুযায়ী চাকরি হারানো ১৯টি সরকারি সংস্থার ৫০ হাজারের অধিক শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহাল করতে হবে। আদেশ দুইটির একটি দিয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জজ উইলিয়াম এইচ অ্যালসাপ এবং অপরটি দিয়েছেন ম্যারিল্যান্ডের বাল্টিমোরের ডিস্ট্রিক্ট জজ জেমস ব্রেডার। জেমস ব্রেডার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালে নির্দেশ দেন। তার আদালতে মামলা করেছিল ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্য, যাদের যুক্তি ছিল ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে। অবশ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উভয় রায়ের বিরুদ্ধেই আপিল করা হয়েছে তাৎক্ষণিকভাবে।