প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনেই (ইসি) রাখা হোক। আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, এনআইডি সেবা কোথায় রাখা যায়, তা নিয়ে সরকার এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। এনিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। সরকারের কাছে কমিশনের অবস্থান তুলে ধরতে লিখিতভাবে জানানো হবে। সবকিছু বিবেচনা করে সরকার সঠিক সিদ্ধান্তই নেবে। এদিকে, এনআইডিসংক্রান্ত সেবা কার্যক্রম ইসি থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে কঠোর পথে হাঁটতে চায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। গতকাল সিইসি এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।