আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আমাদের টার্গেট (লক্ষ্য) ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ি কমিটির সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে বলে উল্লেখ করে সিইসি বলেন, ভোটার তালিকা তৈরিসহ অন্যান্য প্রস্তুতি তারা নিচ্ছেন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের অনেকগুলো আবেদন ঝুলে আছে। আইনি জটিলতার কারণে তারা তা নিষ্পত্তি করতে পারছেন না। এ-সংক্রান্ত আইন সংশোধন করার জন্য তারা ইতোমধ্যে সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। আরও কিছু বিষয়ে সরকারের কাছে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। যদি সংস্কার কমিশন গঠন করা না হতো, তাহলেও এটি করতে হতো। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার বলে কমিশন মনে করে, সেটুকু করার উদ্যোগ তারা নিয়েছেন। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন করা সম্ভব কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা মনে করছেন, ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তারা এমন একটি জোয়ার সৃষ্টি করবেন, যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল ইসির ইটিআই ভবনে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় আগের কমিটিকে বিদায়ি সংবর্ধনা দেয় নতুন কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক দেয় নতুন কমিটি। এ ছাড়া সম্মাননা দেওয়া হয় আরএফইডির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার কাজী হাফিজ ও সাইদুর রহমান এবং রিপোর্টিং অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য তৌহিদুল ইসলামকেও সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে বিদায়ি কমিটির সভাপতি একরামুল হক সায়েম ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরসহ কমিটির সবাইকে সম্মাননা স্মারক দেওয়া হয়। ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়। অনুষ্ঠানে বিদায়ি ও নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায় আইডিইএ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। আরএফইডির কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয় ৯ ফেব্রুয়ারি।
কমিটির সহসভাপতি হয়েছেন আ ন ম মহিবুব উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এম লিংকন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত ও জাহিদুল ইসলাম।