অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এ রকম না যে, আমাদের খুব আত্মতুষ্টির স্কোপ আছে। আমাদের আত্মতুষ্টির স্কোপ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ছয় মাসে মাঝে ভালো হয়েছে। মাঝে মাঝে খারাপ হয়েছে। যখন খুব খারাপ কিছু হয়, আমরা প্রচ আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি। খুবই খারাপ লাগে। গতকাল সকালে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা রাজশাহী পিটিআই মিলনায়তনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায়ও যোগ দেন। আইন উপদেষ্টা বলেন, আপনারা জানেন আমরা অত্যন্ত একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। আমাদের ছাত্র-জনতা রক্তের ওপর দিয়ে একটা নতুন শাসনব্যবস্থার সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সে সময় যে গণহত্যাগুলো হয়েছিল, সেটার বিচারের সুযোগও সৃষ্টি হয়েছে। এ ছাড়া এখানে অতীতে অনেক গায়েবি মামলা হয়েছে। আমরা সামগ্রিকভাবে দেখতে এসেছি, এখানে যারা স্টেকহোল্ডার আছেন। ডিসি, ইউএনও, ওসি, পুলিশ প্রশাসন আছে। বিচারকরা আছেন, তারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারেন। তিনি আরও বলেন, আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপাই নেই। আমাদের এ ব্যর্থতা উত্তরণের জন্য প্রচ- তাড়না, চেষ্টা আছে। চেষ্ট করছি। আপনারা জানেন যে, বিপ্লব-উত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেরই শাসনকার্য চালানো সহজ ব্যাপার নয়।