শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের মতো ফেনীতেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের শিশু নিকেতন কালেক্টর স্কুলে জেলা সিভিল সার্জনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয় এই কর্মসূচির।
সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর। নির্বিঘ্নে চলছে টিকাদান কার্যক্রম। শিশুরা হাসিমুখে টিকা নিচ্ছে, পাশে উৎসাহ দিচ্ছেন অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সিভিল সার্জন ড. রুবাইয়াত বিন করিম বলেন, ‘শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
টিকা নেওয়ার পর শিশুদের মুখেও ছিল উচ্ছ্বাস। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘টিকা নিতে একটু ভয় লাগছিল, কিন্তু এখন ভালো লাগছে। শিক্ষকরা বলেছে এতে অসুখ হবে না।’
একই শ্রেণির ছাত্রী তানিশা আক্তার বলে, ‘টিকা নেয়ার পর কিছুই হয়নি, এখন বন্ধুদের সঙ্গে খেলব। সবাই টিকা নিক।’
অভিভাবক শাহিনা আক্তার বলেন, ‘সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখনকার শিশুদের জন্য এসব টিকা খুব দরকার।’
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ