বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোটের লোভে জামায়াত ধর্মকে ব্যবহার করছে। ভোটের জন্য জামায়াত বলছে রোজা ও পূজা মুদ্রার এপিট-ওপিট। আর আমরা বলি, তোমাদের উৎসব তোমাদের আর আমাদের উৎসব আমাদের। প্রত্যেকের উৎসবে আমার এক হই।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সম্প্রতি জামায়াত বলা শুরু করেছে, যে নির্বাচনে আওয়ামীলীগের ভোট আমরা পাবো। আমি ৫ বছর আগেই বলেছিলাম জামায়াত আর আওয়ামলীগের মধ্যে পিড়িত আছে। বলেছিলাম, জামায়াত বিএনপি, জামায়াত-বিএনপি করো না- তোমরা বলো জামায়াত-আওয়ামীলীগ। এ জন্য অনেকেই আমার বিরুদ্ধে কথা বলেছে।
তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে আন্দোলনে জামায়াতকে দেখা যায়নি, বিএনপির আন্দোলনেও সহযোগিতা করেনি। শেষ ৫ তারিখের আন্দোলনেও সিরাজগঞ্জে বিএনপির ৫ জন নেতাকর্মী মারা গেছে। জামায়াতের কেউ মারা যায়নি। যুদ্ধে বিরোধীতা করা জামায়াত বলছে-বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করে দিয়েছে। অথচ এখনো জামায়াত ক্ষমা চায়নি।
সাবেক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের জন্য মানচিত্র, স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। তোমরা (জামায়াত) সব সময় বিরোধীতা করেছ। জামায়াত প্রচার করছে, আওয়ামীলীগ ও বিএনপি মুদ্রার এপিট-ওপিট। বিএনপির জন্ম হয়েছে যুদ্ধ করে দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া