বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আদনান বাবু–এর একক সংগীতানুষ্ঠান “রংধনু রং”।
অনুষ্ঠানে থাকছে মোট ৮টি গান। এর মধ্যে রয়েছে শ্রোতাপ্রিয় গান “রং নাম্বার টেলিফোনে”, “ইত্তেফাকের ষষ্ঠ পাতায়”, “দূর থেকে দূরে”, সঙ্গে নতুন চারটি গান—আধ্যাত্মিক ও কাওয়ালি ঘরানার।
এছাড়া থাকছে একটি বিশেষ সংযোজন—চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে দ্বৈত গান এবং পুরস্কারপ্রাপ্ত ছায়াছবির জনপ্রিয় গান “হারজিত চিরদিন থাকবে”।
অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা ও সংগীত পরিচালনা করেছেন আদনান বাবু। উপস্থাপনায় রয়েছেন আলিফ আলাউদ্দিন, প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে “রংধনু রং”।
বিডি প্রতিদিন/আশিক