দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সিতাংশু কুমার সুরের (এস কে সুর) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আদালত। সেই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করেন।
এর আগে গত ২৫ অক্টোবর আদালতে এস কে সুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। পরে তার উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আদালত।
এর অংশ হিসেবে সকালে এস কে সুরকে আদালতে হাজির করে পুলিশ। পরে সংক্ষেপে অভিযোগপত্র পড়ার পর এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সেই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেন।
সম্পদের বিস্তারিত বিবরণী দাখিল করতে গত বছরের ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর এস কে সুর চৌধুরীকে দুদকের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ২১ কর্মদিবসের মধ্যে (২৫ নভেম্বর, ২০২৪) সম্পদের বিবরণী দাখিল না করে তিনি দুদক আইনের ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন। পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর এস কে সুরের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান সিতাংশু কুমার সুর।
বিডি প্রতিদিন/আরাফাত