‘মাদকে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বরে এই র্যালির আয়োজন করা হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন স্থান ঘুরে আবারও একই স্থানে এসে আলোচনার সভার মাধ্যমে শেষ হয়।
বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার সভায় সভাপতিত্ব করেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।
এছাড়াও অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। এর কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনই নয়, সমাজের শান্তি ও নিরাপত্তাও নষ্ট করে। মাদক নির্মূলে পরিবারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে যুবসমাজকেই এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/কামাল