অভিনয়জগতে পরিচিত মুখ শবনম ফারিয়া কেবল অভিনেত্রী হিসেবে নয়, বরং স্পষ্ট বক্তব্য ও সামাজিক সচেতনতার কারণেও আলোচনায় থাকেন। সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরাসরি তাদের পক্ষ নিয়েছিলেন ফারিয়া। এবার ১ আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি আরও একবার সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরব হয়েছেন।
তিনি লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’
এরপর তিনি সাধারণ মানুষের অসহায় অবস্থান তুলে ধরে লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’
সবশেষে তিনি লেখেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, কেউ কেউ আবার তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল