ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু জানিয়েছেন, অভিনয়ে সুযোগ দেওয়ার নামে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রামকৃষ্ণ ও সারদা’ ধারাবাহিকে কাজ চূড়ান্ত হওয়ার পর একজন এক্সিকিউটিভ প্রযোজক ফোনে বলেন, তার সঙ্গে রাত না কাটালে আমাকে বাদ দেওয়া হবে।
অঞ্জনা তখনই স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাজি নন, প্রয়োজনে বাদ দিতে পারেন। ফোন কেটে ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেলেন। এরপর থেকে গ্রিনরুমে ভয়ে দরজা বন্ধ রেখে থাকতেন।
পরবর্তীতে সেই প্রযোজকের একটি বিজ্ঞাপনে দ্বিগুণ পারিশ্রমিকে কাজ করেন—এই বার্তা দিতে যে, কারও সঙ্গে রাত না কাটিয়েও টালিউডে কাজ সম্ভব।
অভিনেত্রী জানান, “বিজ্ঞাপনের পারিশ্রমিক আমি বিছিয়ে শুয়েছিলাম, সেই তিক্ত স্মৃতি থেকে বেরিয়ে আসার জন্য।” শুধু এই এক প্রযোজক নন, আরও এক নামী পরিচালক থেকেও তিনি একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন।
বিডি প্রতিদিন/আশিক