‘হেরা ফেরি থ্রি’ নিয়ে নেটিজেনদের মাঝে জলঘোলা কম হয়নি। বিশেষ করে অভিনেতা পরেশ রাওয়ালের সরে যাওয়া এবং পরবর্তীতে ফিরে আসা নিয়ে ভক্তদের বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছিল, যা সবাইকে অবাক করে দেয়।
তবে শেষমেশ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরেশ রাওয়াল আনুষ্ঠানিকভাবে ছবিতে ফিরে এসেছেন, যা তিনি নিজেই সম্প্রতি নিশ্চিত করেছেন। এবার এই পুরো ঘটনার পেছনের গল্প ফাঁস করেছেন ছবির পরিচালক প্রিয়দর্শন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানিয়েছেন, পরেশ রাওয়াল নিজেই তাকে ফোন করে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এবং ছবিতে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রিয়দর্শন বলেন, "অক্ষয় (অক্ষয় কুমার) এবং পরেশ দু'জনেই আমাকে ফোন করে বলেছিলেন যে, সব কিছু ঠিক আছে। পরেশ যখন বললেন, তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, ‘স্যার, আমি ছবিটি করছি। আপনার প্রতি আমার কখনও শ্রদ্ধা ছাড়া আর কিছুই ছিল না। আমি আপনার সঙ্গে ২৬টি ছবিতে কাজ করেছি এবং ছবিটি ছেড়ে দেওয়ার জন্য আমি দুঃখিত কিছু ব্যক্তিগত সমস্যা ছিল।’ "
পরিচালক আরও জানান, 'হেরা ফেরি' সিরিজের সাফল্যের পেছনে রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেঠি) এবং বাবুরাও (পরেশ রাওয়াল)- এই তিনটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ।
তার কথায়, ‘আমি যাই করি না কেন, হেরা ফেরির চেয়ে ভালো কিছু আমি করতে পারি না। যদিও দ্বিতীয় পার্টটি প্রথমটির মতো অতটা ভালো ছিল না, তবুও এই তিনজনকে ছাড়া হেরা ফেরি তৈরি করা সম্ভব নয়।’
প্রিয়দর্শন একটি মজার ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘একবার বিমানে এক হীরা ব্যবসায়ী তাকে অনুরোধ করেছিলেন, "দয়া করে পরেশ রাওয়ালকে ফিরিয়ে আনুন, না হলে আমরা ছবিটি দেখব না।"
প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’ এরপর ২০০৬ সালে আসে এর দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’। দুটি ছবিই বক্স অফিসে দারুণ হিট হয় এবং দর্শকপ্রিয়তা লাভ করে। এই দুই ছবিতেই অক্ষয়, সুনীল ও পরেশ রাওয়াল ত্রয়ীর অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করে।
বিডি প্রতিদিন/আশিক