মেটা সিইও এবং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবার এক ভিন্ন রূপে মঞ্চে উপস্থিত হলেন। স্ত্রীর ৪০তম জন্মদিনে (২৪ ফেব্রুয়ারি) নেচে-গেয়ে অনুষ্ঠান মাতিয়ে ফেললেন তিনি, এবং সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, জন্মদিন উদযাপনে প্রথমে সাদা শার্ট, কালো কোর্ট ও প্যান্ট পরে আসেন জাকারবার্গ। তবে পরে তিনি পোশাক পরিবর্তন করে পপস্টারের মতো স্কাই ব্লু জাম্পসুট পরেন। মঞ্চে স্ত্রীর উদ্দেশ্যে গান করেন এবং পিয়ানো বাজান, যা দেখে স্ত্রীর চোখে অবাক চমক!
জাকারবার্গ ইনস্টাগ্রামে স্ত্রী প্রিসিলার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের বিশেষ দিনটি উদ্যাপন করছি। তুমি একজন দারুণ সঙ্গী, মা এবং বন্ধু। তোমার সঙ্গে জীবন কাটাতে পেরে সত্যি ধন্য প্রিসিলা চেন।"
মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চেন ২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন। তাদের ১৩ বছরের সংসারে তিনটি সন্তান, ম্যাক্সিমা, আগস্ট এবং ওরিলিয়া রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা