নতুন মৌসুম নিয়ে আবারও ফিরছে পারিবারিক বিনোদনমূলক টিভি অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। শিগগিরই শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন। আগের মতোই অনুষ্ঠান সঞ্চালনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ এই ঘোষণা দেয়। তারা জানান, ডিসেম্বরেই শুরু হবে নতুন মৌসুমের শুটিং। এবারের সিজনে থাকবে আরও বেশি হাসি, মজা ও পারিবারিক প্রতিযোগিতা। পাশাপাশি নতুন মৌসুমে ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি। তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সদস্যদের একসঙ্গে বসে আনন্দ ভাগাভাগি করতে উৎসাহিত করেছে। এখানে আছে হাসি, মজার তর্ক-বিতর্ক আর বোঝাপড়ার আনন্দ। নতুন সিজনে সারা দেশের আরও অনেক পরিবার যুক্ত করে তাদের সঙ্গে হাসতে ও স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।