বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। জনপ্রিয় এ অভিনেতাকে নিয়ে অভিনেত্রী রোজিনা বলেন, ইলিয়াস কাঞ্চন আমাদের দেশের অন্যতম সফল একজন নায়ক। উচ্চবিত্তরা যেমন তার সিনেমার দর্শক, খুব সাধারণ জনগণও তার ভক্ত। অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাটি কোটি কোটি মানুষকে হলমুখী করেছে। সিনেমাটি ব্যবসায়িকভাবেও রেকর্ড গড়ে। তিনি আরও বলেন, শুটিংয়ে কত শত স্মৃতি আমাদের। সেসব স্মৃতি ভোলা সম্ভব নয়। তাকে কাছ থেকে দেখেছি। আমার দেখা ভীষণ ভালো মানুষ তিনি। তার ভিতরে কখনো জটিলতা দেখিনি। শুরুর দিকে নারায়ণগঞ্জের দিকে শুটিংয়ে যাওয়ার সময় অনেক দিন তাকে পুরান ঢাকা থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতাম। তখন আমি থাকতাম মোহাম্মদপুরে। তারপর গাড়িতে যেতে যেতে কত গল্প করতাম। ইলিয়াস কাঞ্চন সহশিল্পী হিসেবে দারুণ, মানুষ হিসেবে তিনি সরল, বন্ধুবৎসল ও বড় মনের অধিকারী। ক্যারিয়ারে কখনোই মনোমানিল্য হয়নি আমাদের। বরং আমরা ভালো পরিবেশে, সুন্দর সম্পর্ক বজায় রেখে কাজ করে গেছি। আমার পরিচালিত সবশেষ ‘ফিরে দেখা’ সিনেমায় আমরা দুজন জুটি বেঁধে অভিনয় করি। তিনি একজন সমাজ সচেতন ও পারিবারিক মানুষ। পরিবারকে গুরুত্ব দিয়েছেন সব সময়। শুধু রুপালি পর্দার নায়ক নন, নিরাপদ সড়ক চাই নামের সংগঠন করেও সবার প্রিয় হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সবার ভালোবাসা পেয়েছেন। সহশিল্পী হিসেবে তাকে নিয়ে আমি গর্ববোধ করি। রোজিনার প্রার্থনা ‘নায়ক ইলিয়াস কাঞ্চন সুস্থ হয়ে ফিরে আসুন। তার জন্য মনভরে আশীর্বাদ করছি।’