পূজার সাজে একেবারে লাল আভায় সেজে উঠেছেন ওপার বাংলার চিত্রনায়িকা কোয়েল মল্লিক। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন তিনি। হাতে সোনার চুড়ি ও শাঁখা-পলা। গলায় ভারী সোনার হার, কানে গোল কানপাশা আর খোঁপায় জুঁইয়ের মালা। একদম সাবেকি সাজে এদিন পূজায় শামিল হয়েছেন কোয়েল। অন্যদিকে, সবুজকে বেছে নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সবুজ শাড়ি ও সবুজ ব্যাকলেস ব্লাউজে সেজেছিলেন তিনি। সঙ্গে ছিল মানানসই গয়না। চুলে টপনট করে একেবারে মোহময়ী রূপে মিমি ধরা দিয়েছেন পূজায়। এদিকে, নুসরাত জাহানের একটিই আবেদন, ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’। বাস্তবে তিনি নিজের শহর ছেড়ে দিল্লিতে। নায়িকা জানিয়েছেন, রাজধানীর ২৫ বছরের পুজোয় শামিল হতে পেরে খুশি তিনি। সোনালি টিস্যু শাড়িতে দারুণ সেজেছেন এই অভিনেত্রী।