‘দলছুট’ ব্যান্ডের কালজয়ী শিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী প্রয়াত হন ২০০৭ সালের ১৮ নভেম্বর দিবাগত রাত ১২টা ১০ মিনিটে (১৯ নভেম্বর)। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এ্যাপোলো হাসপাতালে ৪৩ বছর বয়সে তাঁর অকাল প্রয়াণ ঘটে। কিন্তু মৃত্যুর পরেও তিনি রেখে গেছেন এক বিরল মানবিকতার উদাহরণ, যা তাঁকে শ্রোতাদের মনে এবং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে চিরঞ্জীব করে রাখবে। জীবদ্দশায় তিনি যেমন গিটারের তারে তারে গেয়েছেন মানবতা ও জীবনের গান, তেমনি মৃত্যুর পর তিনি তাঁর দেহ দান করে গেছেন। ঢাকা মেডিকেল কলেজে আজও তাঁর কঙ্কালটি চিকিৎসা বিজ্ঞানপড়ুয়া শিক্ষার্থীদের গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া বা সমাধির পথ না বেছে, সঞ্জীব চৌধুরী নীরবে তাঁর দেহকে উৎসর্গ করেছিলেন মানবতার কল্যাণে। তাঁর গান, বিশেষ করে ‘চোখটা এতো পোড়ায় কেন’ কিংবা ‘আমি তোমাকেই বলে দেব’-আজও শ্রোতাদের হৃদয়ে গভীর আবেগ সৃষ্টি করে। শারীরিক অনুপস্থিতি সত্ত্বেও দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণায় তাঁর এই নিঃস্বার্থ অবদান তাঁকে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।