মহেশখালীর মাতারবাড়ীতে মাছের প্রজেক্ট থেকে নিখোঁজের এক দিন পর ভাসমান অবস্থায় মো. রুবেল (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিয়নের পূর্ব মগডেইল মসজিদের পাশে টাট্টিঘোনা এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। নিহত রুবেল ওই এলাকার লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন লোক মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ দেখতে পান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি অসাবধানতাবশত পানিতে তিনি পড়ে যেতে পারেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই রুবেল মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর পরিবার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তথ্য দিয়ে তাকে খোঁজার চেষ্টা চালায়।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই সুমিত বড়ুয়া বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রুবেল মানসিক রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার দাফনের ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ