শরীয়তপুরের সখিপুরে ছয় বছরের শিশু তায়েবা হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। এ ঘটনায় নতুন আসামি গ্রেফতার এবং আলামত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) বিকেলে শরীয়তপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ একই এলাকার দেলোয়ার মোল্লার মেয়ে শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী সখিপুরের বালার বাজারে স্বর্ণকার শীতল মাঝির দোকানে অভিযান চালিয়ে নিহত তায়েবার কানের দুল গলিত স্বর্ণপিণ্ড অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বর্ণকার শীতল মাঝি ও রোজিনা বেগম আদালতে গ্রেফতারকৃত আসামি শাহনাজের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন।
স্থানীয়দের দাবি, শাহনাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তায়েবা হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন সম্ভব হবে। তবে এ ঘটনার পর একটি কুচক্রী মহল প্রকৃত অপরাধীদের আড়াল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। তারা পূর্ব শত্রুতার জের ধরে নিহতের চাচি ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তারকে জড়িয়ে নানা কল্পকাহিনী প্রচার করে।
এরই ধারাবাহিকতায় সখিপুর থানা পুলিশ প্রাথমিক অবস্থায় তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে। তারা হলেন- নিহতের চাচি আয়েশা আক্তার, নাসিমা ও আসিফ। তাদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, শরীয়তপুরের সখিপুরের ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের কন্যা তায়েবা (৬) নিখোঁজের দুই দিন পর শুক্রবার দুপুরে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তায়েবা স্থানীয় দারুন নাজাত মাদ্রাসা কমপ্লেক্সের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ