ডেঙ্গু যেন বরগুনাবাসীকে ছাড়ছেই না। প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। যদিও আক্রান্তের হার কিছুটা কমেছে, তবুও প্রতিদিনই রোগী শনাক্ত হচ্ছে।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে তারা সবাই বরগুনার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫২ জনে এবং মারা গেছেন ১৪ জন।
তবে বেসরকারি হিসাব বলছে, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ৪০ জনের। এদের মধ্যে অনেকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় অথবা হাসপাতাল থেকে ছাড়ার পর মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীত না এলে শতভাগ আক্রান্তের হার কমার সম্ভাবনা নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ