রাজধানীতে গতকাল ভোর থেকে শুরু হয়ে সকাল সাড়ে ৮টা পর্যন্ত হওয়া মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। মিরপুর, শেওড়া, ধানমন্ডি, বাংলামোটর, মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার ও মতিঝিল এলাকার কিছু সড়কে পানি জমে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। কোথাও কোথাও অটোরিকশা ও মোটরসাইকেল বন্ধ হয়ে পড়তে দেখা যায়।
এদিকে বৃষ্টির কারণে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে ওঠে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ বেড়ে যায়।
বেসরকারি চাকরিজীবী জুলফিকার আলী অফিসের উদ্দেশে মগবাজার যাচ্ছিলেন। রামপুরা থেকে হাতিরঝিলে এসে জলাবদ্ধতায় আটকা পড়েন। তিনি বলেন, নির্ধারিত সময়ে অফিসের উদ্দেশে বের হয়েছিলাম। কিন্তু প্রচুর বৃষ্টিতে মধুবাগে পানি জমে গেছে। অফিসে যেতে বিলম্ব হচ্ছে।
ব্যবসায়ী মাহবুব সরকার কারওয়ান বাজার গিয়েছিলেন বাজার করতে। তিনিও জলাবদ্ধতায় আটকা পড়েন। মাহবুব বলেন, বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন জায়গায় পানি জমে যায়। মানুষের ভোগান্তি দেখার যেন কেউ নেই।
মগবাজারের বাসিন্দা নীলা আহমেদ বলেন, রাস্তায় পানি জমে খুবই বাজে অবস্থা। বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েছি।
বৃষ্টি হলেই রিকশা পাওয়া কষ্টকর হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজও রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।