কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৪০ সালের ১ জুলাই তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আবদুল হাই ছিলেন ইপিসিএস। তিনি গাইতেন আর কলের গানে গান শুনতে পছন্দ করতেন। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোরে তিনি সংগীত অনুরাগী হয়ে ওঠেন। ছোটবেলা থেকে গাইতে গাইতে গান শিখেছেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক, সর্বশেষ লন্ডনের ওয়েলস ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে তিনি একক কণ্ঠে প্রথম ‘ডাকবাবু’ সিনেমায় গান করেন। ৫০ বছরের বেশি সময় ধরে গান করা এই কিংবদিন্ত শিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব তাঁকে নিয়েই সরাসরি সম্প্রচার হবে আজ। এতে শিল্পীর গান, তাঁর ওপর নির্মিত তথ্যচিত্র এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা থাকবে। এটি সরাসরি সম্প্রচার হবে আজ সকাল ৭টার সংবাদের পর।