জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলেরা কষ্ট করে মাছ শিকার করে। কিন্তু লভ্যাংশ খুবই কম ভোগ করে। কারণ অধিকাংশ জেলে মাছ ধরার সরঞ্জাম কিনতে দাদনের উপর নির্ভরশীল। জেলেদের দাদন নির্ভর না হয়ে সঞ্চয়প্রবণ হতে হবে। এভাবেই তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন ও উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতে শিল্পকলা একাডেমি হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়াও পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই