ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিপুল পরিমাণে ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোরে উপজেলার বুধন্তি এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, অভিযানকালে ২৯ হাজার ৫২০ পিস ভারতীয় কসমেটিস সামগ্রী, ১৮ হাজার ৩০০ পিস আইবল ক্যান্ডিসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসব চোরাইপণ্যের মূল্য আনুমানিক ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। এসব চোরাই পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।
তারা আরো জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যেন ভারত থেকে কোনো ধরনের চোরাই মালামালসহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএ