দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা জেফার রহমান সংগীত-প্রতিভার সঙ্গে সঙ্গে অভিনয়েও অনবদ্য। তাঁর অভিনয়ে আগমন মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগ্রামী’ দিয়ে। এরপর যেন তাঁকে নিয়ে নির্মাণের হিড়িক পড়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে এবার প্রীতম হাসানের সঙ্গে জুটি গড়ে করেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। প্রেম, সংগীত আর চমক সবকিছু মিলিয়ে ‘তুমি আমি শুধু’ হয়ে উঠতে চলেছে ওটিটির অন্যতম প্রতীক্ষিত রিলিজ। প্রেমের গল্প নিয়ে তৈরি এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন ছোট পর্দার চেনা মুখ শিহাব শাহীন। চলচ্চিত্রটি মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে। জেফারকে সম্প্রতি দেখা গেছে শিহাব শাহিনের আরেকটি প্রজেক্টে।
এদিকে ভয়ভীতির বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণাকে উপজীব্য করে গান বেঁধেছেন গায়িকা জেফার রহমান। জেফারের ইউটিউবে প্রকাশ্যে এসেছে ‘তীর’ শিরোনামের গানটি। গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গীতিকার আদিব কবিরের সঙ্গে যৌথভাবে গানের কথাও লিখেছেন তিনি। গানের সংগীত আয়োজন করেছেন কবির। গানের ভিডিওচিত্রের ধারণা ও সৃজনশীল পরিচালনায়ও ছিলেন জেফারই। ‘দেখো’ স্টুডিওর ব্যানারে ভিডিওচিত্র পরিচালনা করেছেন পার্থ শেখ। জেফার বলেছেন, ২০২১ সালে গানটির কাজ শুরু করেছিলেন তিনি। ওই বছর সুর দেওয়া শুরু করলেও শেষ করা যায়নি কাজ। গত বছর পুরো গানটির সুর ও সংগীতায়োজন শেষ করেছেন তিনি। গেল রোজার ঈদে একটি সিনেমায় ‘নিয়ে যাবে কি’ গানে কণ্ঠ দিয়েছেন জেফার। বলা যায়, গান-অভিনয় মিলিয়ে জেফার রহমানের বৃহস্পতি যেন তুঙ্গে।