নির্মাতা-অভিনেতা শামীম জামান এবার নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। এতে শামীম ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সমাপ্তি মাসুক, মিম চৌধুরী প্রমুখ।
নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং প্রযোজনায় অনন্য ইমন। সম্প্রতি এই নাটকের তৃতীয় কিস্তির শুটিং শেষ হয়েছে। এতে নিজের স্ত্রী জুঁইয়ের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অনেক কাজ করেছি আমরা একসঙ্গে। সে ভালো অভিনয় করে। বাকি যারা আছে, সবাই অভিনয়ে দক্ষ বলা যায়। আর নির্মাতা হিসেবে শামীমের সুনাম রয়েছে। সব মিলিয়ে আশা করছি, ভালো কিছু হবে।’ জুঁই বলেন, ‘তিনি একজন বড় মাপের অভিনেতা। খুবই এনার্জেটিক এবং ন্যাচারাল অভিনয় করেন। তাঁর সঙ্গে অভিনয় করাটা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আমি মনে করি, তিনি অভিনয় শেখার একটি প্রতিষ্ঠান। তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আর ‘শাদী মোবারক’-এর গল্পটাও খুব সুন্দর। সবার ভালো লাগবে।’ নির্মাতা শামীম জামান জানিয়েছেন, নাটকটি মাছরাঙা টেলিভিশনে আগস্ট মাসের ৩ তারিখ থেকে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।