বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। শুধু অভিনয় নয়, বলিউডের অনেক প্রচলিত ধারাকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। নায়িকা মানেই ‘সাইজ জিরো’, আর ‘স্থুলকায় কেউ নায়িকা হতে পারে না’- এমন মিথ তিনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। ‘দ্য ডার্টি পিকচার’-এ ওভার ওয়েট নিয়ে যৌন উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এই ছবি তাঁকে বলিউডের লেডি সুপারস্টার তকমা দিয়েছিল। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর আর কোনো ছবিতেই তাঁকে ছিপছিপে নায়িকার বেশে দেখা যায়নি। তবে তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এ আইকনিক মঞ্জুলিকা চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে তিনি যেন সেই আগের রূপে ফিরে যান। শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়ে ফিট বিদ্যা বালান নাচের দেবী মাধুরী দীক্ষিতের সঙ্গে পাল্লা দেন, ‘আমি যে তোমার ২.০’ গানে। আর এবার বিদ্যার নতুন ফটোশুট দেখে নেটিজেনরা শুধু বাহ বাহ করছেন। দেখে মনে হচ্ছে, সেই ১২ বছর আগের ‘দ্য ডার্টি পিকচার’-এর বিদ্যা বালান। ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ফাল্গুনী অ্যান্ড শেন পিককের নকশা করা ইভিনিং ফেদার-সাইনি কম্বিনেশন গাউনে নজর কাড়ছেন বিদ্যা। বিদ্যার নতুন এই ফটোশুটটি ম্যাগাজিনের কভারের জন্য করা।