ঢাকাই ছবির নায়িকা মৌসুমী নাকি কলকাতার একটি ছবিতে অভিনয় করবেন। তাঁর সঙ্গে নির্মাতার আলাপও হয়ে গেছে। এমন কথা চাউর করেছেন কলকাতার এক নাটক ও চলচ্চিত্র নির্মাতা, যার নাম রানা। তিনি ‘ছায়া দুই ভাই’ নামে একটি ছবি নির্মাণ করবেন। যেখানে নায়কের থাকবে দ্বৈত চরিত্র। রানা এও দাবি করেন- ওই ছবিতে নাকি মৌসুমীর স্বামী ওমর সানীও থাকছেন এবং তাঁর সঙ্গেও তিনি কথাবার্তা সেরে ফেলেছেন। মৌসুমী-ওমর সানী নাকি তাঁর ছবিতে কাজ করতে রাজিও হয়েছেন। এ ছবির গল্প গড়ে উঠেছে নাকি দুই যমজ ভাইয়ের গল্পে। ঘটনাক্রমে ছোটবেলায় দুই ভাই বিচ্ছিন্ন হয়ে যায়। এক ভাই কলকাতায় আরেক ভাই থাকে বাংলাদেশে। এই যমজ ভাইয়ের চরিত্রে নাকি অভিনয় করবেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। রানার বানানো গল্প এখানেই থেমে যায়নি। তিনি বলেন, দুই শাকিবের বিপরীতে দুই নায়িকা কাজ করবেন। এর মধ্যে একজন হলেন কলকাতার ইধিকা পাল। আরেক নায়িকা খুঁজছেন বাংলাদেশ থেকে। ছবিটি নাকি নির্মাণ করা হবে কলকাতার গুপ্ত নামের একটি প্রযোজনা সংস্থার ব্যানারে। খবরটি নিশ্চিত করতে নায়ক ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ খবরে বিস্ময় প্রকাশ করে বলেন, এমন কোনো কথা কলকাতার কোনো নির্মাতার সঙ্গে কখনোই হয়নি। তাছাড়া নায়িকা মৌসুমী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গেও এমন বিষয় নিয়ে আলাপের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টিকে স্রেফ গুজব বলে অভিহিত করেন তিনি। এদিকে শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকায় খবরটি সম্পর্কে জানতে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।