বর্তমানে অভিনেত্রী ববির হাতে বেশকিছু নতুন সিনেমা ও বিজ্ঞাপনের প্রজেক্ট রয়েছে। সব কাজ শেষ করে শিগগির নতুন সিনেমার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এর আগে তিনি ‘বিজলী’ শিরোনামের একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। এদিকে ববি নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করতে যাচ্ছেন, সিনেমাটির নাম ‘শিরোনাম’। জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ‘শিরোনাম’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটির গল্প, চরিত্র এবং লোকেশন নিয়ে প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এতে তাঁর নায়ক থাকছেন নীরব। চলচ্চিত্রের পাশাপাশি চিত্রনায়িকা ববি নিয়মিত স্টেজ শোতেও পারফর্ম করছেন। সম্প্রতি তিনি কক্সবাজারে একটি জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সোমবার রাতে সেখানে নাচ পরিবেশনা করেন। মঙ্গলবার দুপুরেই ঢাকায় ফেরেন। এদিকে ববি অভিনীত ‘বউ’ নামের একটি সিনেমার কাজ শেষ পর্যায়ে। সিনেমাটির মূল অংশের শুটিং শেষ হয়েছে, কেবল একটি গানের দৃশ্য ধারণ বাকি রয়েছে। খুব শিগগির এটিও সম্পন্ন হবে বলে জানা গেছে। সব মিলিয়ে শোবিজ দুনিয়া বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ববি।