বলিউড সুপারস্টার সালমান খানকে যে কোনো ধরনের হুমকি দেওয়া যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। লাগাতার তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। এখানেই থামেননি হুমকিদাতা। অভিনেতার আবাসনেও হামলা চালাবেন, এমন বার্তাই দেন সোমবার মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তরে।
হুমকি দেওয়ার পর থেকে পুলিশ খোঁজ শুরু করে। ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই সেই ব্যক্তিকে আটক করেছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গুজরাটের বডোদরা থেকে ২৬ বছরের এক যুবক হুমকির বার্তা পাঠান। সেখান থেকেই তাঁকে আটক করে পুলিশ।