শবনম বুবলী। শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন- ‘সেখান থেকে আমি বলব যে, আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য গর্ব করার বিষয়। আমি চাই এভাবে বরবাদ চলুক, পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক। উনার সম্পর্কে যতই বলব কম হবে। শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এমন বড় একটি নাম, যতই বলব ততই কম হবে। উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেনে উনি কতটা ভালোবাসার মানুষ। বাংলার মানুষের কাছে যে উনি কতটা প্রিয় যেভাবে সবগুলো শো ভালো যাচ্ছে প্রথম দিনে যেভাবে রেসপন্স পাওয়া গেছে তা আমাদের জন্য অনেক গর্বের।’ ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। গণমাধ্যমে কথা বলার সময় নায়ক শাকিব খানের বরবাদের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন বুবলী। তিনি বলেন, ‘বরবাদ’ একটি ঝড়ের নাম।